
ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে পর্যটকদের মনোরঞ্জনের উদ্দেশ্যে আদিবাসী নারীদের প্রায় নগ্ন করে নাচতে বাধ্য করার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে প্রশাসনে। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। বৃটেনের গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত রিপোর্টের সঙ্গে দেয়া এক ভিডিওতে দেখা গেছে, আন্দামান দ্বীপপুঞ্জের তিন হাজার বছরের পুরনো আদিবাসী জারাওয়া উপজাতির নারীদেরকে পর্যটকদের আনন্দ দেয়ার উদ্দেশ্যে প্রায় নগ্ন করে নাচানো হচ্ছে। আর এ কাজে সহযোগিতা করছে সেখানকারই পুলিশ। রিপোর্টে দাবি করা হয়েছে সেখানকার স্থানীয় পুলিশকে পর্যটকরা ঘুষের বিনিময়ে আদিবাসী নারীদেরকে প্রায় নগ্ন অবস্থায় নাচাতে উদ্বুদ্ধ করে। আর এ ধরনের মনোরঞ্জনের আশায় সেখানে সমপ্রতি পর্যটকের সংখ্যাও অনেক বেড়ে গেছে বলে গার্ডিয়ান জানিয়েছে। একজন টুরিস্টের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, স্থানীয় পুলিশ আদিবাসী এক নারীকে নাচার নির্দেশ দিচ্ছেন। ভিডিওতে অবশ্য নির্দেশকারী ওই পুলিশ কর্মকর্তাকে দেখা যায়নি। পুলিশ আদিবাসী নারীকে খাবারের লোভ দেখিয়ে নাচতে উদ্বুদ্ধ করছে বলে ভিডিওতে শোনা গেছে। এ জন্য অবশ্য পুলিশকে পর্যটকরা ২০০ পাউন্ড পর্যন্ত ঘুষ দেয় বলে উল্লেখ করা হয়েছে। নিভৃতচারী জারাওয়া উপজাতির সদস্যরা এতদিন লোক চক্ষুর আড়ালেই ছিলেন। সমপ্রতি তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। বহির্বিশ্বের সঙ্গে পরিচিত হওয়ার পরেই তাদেরকে এ ধরনের কাজে বাধ্য করা লজ্জার বলে উল্লেখ করা হয়েছে। সরকারি তথ্যানুযায়ী দক্ষিণ আন্দামানের প্রত্যন্ত জঙ্গলে জারাওয়া উপজাতির ৪০৩ জন সদস্য রয়েছেন। তারা বেশ বিশ্বাসপ্রবন এবং নিরীহ। তাদের অবস্থাও বেশ করুণ। তাই তারা সহজেই প্রতারণার শিকার হচ্ছেন বলে গার্ডিয়ান উল্লেখ করেছে। এদিকে ভারত সরকারের পক্ষ থেকে আন্দামান এবং নিকোবর প্রশাসনের কাছে এ ধরনের উপজাতি নারীকে নগ্ন নাচে বাধ্য করার ব্যাপারে উপযুক্ত ব্যাখ্যা চাওয়া হয়েছে। এ ঘটনাকে অত্যন্ত আপত্তিকর এবং ঘৃণ্য বলে উল্লেখ করে উপজাতিবিষয়ক মন্ত্রী কে পি সিং দেও একটি টেলিভিশন চ্যানেলকে বলেছেন, এ ঘটনায় জড়িতদের কোনভাবেই ক্ষমা করা হবে না। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। আইন ও সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী সালমান খুরশিদও বলেছেন এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন