
বেশ কিছু বিজ্ঞাপনে ভাল পারফরমেন্সের সুবাদে ইতিমধ্যে ভারতে মডেল হিসেবে নিজেকে বেশ ভালভাবেই প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন পূজা মিশরা। বিশেষ করে বেশ কিছু ফটোশুটে বিকিনি, সুইমশুটসহ খোলামেলা পোশাকে অংশ নিয়ে ব্যাপক আলোচনায় চলে এসেছেন তিনি। এর বাইরে হট স্টেজ ডান্সার, বিভিন্ন চ্যানেলের ভিজে ও অভিনেত্রী হিসেবেও তার নাম রয়েছে। প্রচার চলতি জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সিজন ফাইভেও অংশ নিয়েছেন তিনি। এবার খোলামেলা ইমেজ দিয়ে মডেলিং দুনিয়া কাঁপানো পূজা মিশরা আসছেন বলিউডে ঝড় তুলতে। ইতিমধ্যে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। দিপা বারত ও অনুপ জালোটার যৌথ প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন চন্দ্র বারত। ছবির একটি আইটেম গানেও দেখা যাবে তাকে। গানটির সংগীতায়োজন করেছেন নিখিল কামাত। ব্যাপক খোলামেলাভাবে এই গানে উপস্থাপন করা হবে পূজাকে। বিশেষ করে তার ব্যাপক যৌন আবেদনটাকেই দারুনভাবে ছবিতে ফুটিয়ে তোলা হবে। এদিকে এই ছবির আইটেম গান ছাড়াও বেশ কয়েকটি দৃশ্যে বিকিনি পরেও ক্যামেরাবন্দি হবেন তিনি। জানা গেছে, এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর পরই আরও দুটি ছবিতে কাজ করার প্রস্তাব এসেছে তার। তাই বেশ উৎসাহ নিয়েই বলিউডে কাজ শুরু করছেন পূজা মিশরা। এদিকে বিগ বসের গ্র্যান্ড ফিনালেতেও একটি আইটেম গানে পারফর্ম করার কথা রয়েছে তার। বলিউডের ছবিতে কাজ করা প্রসঙ্গে পূজা মিশরা বলেন, অনেক দিন হলো বিভিন্ন ধরনের কাজই করছি। এবার বলিউডের মতো বড় জায়গায় নিয়মিত কাজ করতে যাচ্ছি। সবচেয়ে বড় বিষয় হলো অভিনয় করার পাশাপাশি চন্দ্র বারত পরিচালিত ছবিতে একটি আইটেম গানও পারফর্ম করছি। এই গানের পারফরমেন্সের মধ্যে দিয়ে দর্শকদের শরীর দেখাতে আমি প্রস্তুত। কারণ দর্শকরাই ছবির প্রাণ। তাদের আনন্দ দিতে সব কিছুই আমি করবো।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন