সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২

বিনোদন খবর রাত ৩টা পর্যন্ত শাহরুখের অফিসে প্রিয়াঙ্কা!

বলিউডি তারকা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার মধ্যকার সম্পর্কের বিষয়টি এখন আর গোপন কিছু নয়। চারপাশে কানাঘুষা চলছে, প্রিয়াঙ্কা-শাহরুখের ঘনিষ্ঠতা স্ত্রী গৌরি খানের সঙ্গে শাহরুখের সম্পর্কে প্রভাব ফেলছে। অবশ্য এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন প্রিয়াঙ্কা। আর সেগুলোকে মোটেও পাত্তা দিচ্ছেন না কিং খানও। দিনকে দিন যেন আরো বেশি সাহসী হয়ে উঠছেন তারা। সম্প্রতি রাত ৩ টায় শাহরুখের অফিস থেকে প্রিয়াঙ্কাকে বের হতেও দেখা গেছে। খবর ওয়ান ইন্ডিয়া’র।

সম্প্রতি শীর্ষ স্থানীয় একটি ওয়েবসাইটের সাংবাদিক রাত ৩টায় এই দুজনকে ক্যামেরাবন্দী করেছেন। তখন শাহরুখের অফিস থেকে বেরোচ্ছিলেন প্রিয়াঙ্কা। শাহরুখের মুম্বাইয়ের অফিসে রাত ১১টায় প্রিয়াঙ্কা ঢুকেছিলেন বলেই দাবী করেছে ওয়েবসাইটটি।

শাহরুখ ও প্রিয়াঙ্কা ছবি তোলার বিষয়টি টের না পেলেও, প্রিয়াঙ্কার ড্রাইভার ও শাহরুখের নিরাপত্তাকর্মীরা বিষয়টি আঁচ করতে পেরে আলোকচিত্রীর খোঁজে বের হন। অবশ্য তাদের সেই চেষ্টা যে সফল হয়নি তা প্রকাশিত ছবিই বলে দেয়।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons