সোমবার, ২৩ জানুয়ারী, ২০১২

আবারো মা হচ্ছেন জোলি!

আবারো মা হতে চলেছেন হলিউডি অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সঙ্গী ব্রাড পিটের সঙ্গে এর আগে শিলহ এবং জমজ সন্তান নক্স ও ভিভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৫ বছর বয়সী এই তারকা। এ ছাড়া ম্যাডক্স, প্যাক্স এবং জাহারাকেও দত্তক নিয়েছিলেন এই তারকা জুটি। সবকিছু ঠিক থাকলে এবার ৭ম সন্তানের বাবা-মা হবেন তারা।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এখনই তিনি বিষয়টি সবাইকে জানাতে চান না। তবে খুব কাছের কিছু মানুষের কাছে এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। এখন তিনি প্রতিটি মুহূর্তকেই উপভোগ করছেন। তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় বেশ কঠিন সময়ই পার করতে হচ্ছে তাকে।’

সূত্রটি আরো জানিয়েছে, ‘অ্যাঞ্জেলিনা ইতোমধ্যেই নতুন সন্তানের আগমন উপলক্ষে ঘর সাজানো শুরু করে দিয়েছেন। তিনি শোবার ঘরের লাল রঙ উঠিয়ে সাদা রঙ করিয়েছেন। মনকে শান্ত রাখার জন্যই এমনটা করেছেন। কারণ শরীরের সঙ্গে মনের সম্পর্ক যে অনেক নিবিড়- এটা তিনি খুব ভালো করেই জানেন।’
  


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons