
ভারতের মুম্বইয়ের গিরগাউম থেকে দুই মাস বয়সী এক শিশুকে চুরি করে ১২০০০ রুপির বিনিময়ে এক পতিতালয় প্রধানের কাছে বিক্রি করে দেয়া হয়েছিল। পুলিশ অবশ্য রোববার ওই শিশুকে উদ্ধার করে অভিযুক্ত ব্যক্তিদের আটক করতে সক্ষম হয়েছে। কর্মকর্তারা ধারণা করছেন, সংঘবদ্ধ একটি চক্র নিয়মিত এ ধরনের শিশুকে চুরি করে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করার কাজের সঙ্গে জড়িত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন এ ব্যাপারে আরও জোরালো তদন্ত শুরু করেছে। গত ৫ই জানুয়ারি গিরগাউমের মওলানা শওকত আলি রোডের বাসা থেকে সালমা শেখের দুই মাস বয়সী কন্যা নিখোঁজ হয়। তিন কন্যা সন্তানের মা সালমা প্রথমে ভেবেছিলেন আলাদা বসবাসকারী স্বামীই তার শিশুকন্যাকে নিয়ে গেছেন। তাই তিনি প্রথমে এ ব্যাপারে পুলিশকেও কিছু জানাননি। ১৪ই জানুয়ারি স্বামীর সঙ্গে তার দেখা হওয়ার পর তিনি জানতে পারেন মেয়ে নিখোঁজ হবার ব্যাপারে তার স্বামী কোন কিছুই জানেন না। তখন তিনি পুলিশের কাছে সন্তান নিখোঁজ হবার কথা জানিয়ে মামলা করেন। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ দাখিলের পর আমরা দুই মাস বয়সী ওই শিশুর ব্যাপারে তল্লাশি শুরু করি। এরপর একটি সূত্রে জানতে পারি স্থানীয় পতিতালয়ে শিশুটিকে ১২০০০ রুপির বিনিময়ে বিক্রি করা হয়েছে। পুলিশ পরে জানতে পারে, ঘরের বাইরে বিছানায় শুইয়ে রাখার সময় অমর শর্মা নামের এক ব্যক্তি তাকে চুরি করে আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। ওই ব্যক্তি পরে পতিতালয়ের প্রধানের কাছে বিক্রি করে দেয়। পুলিশ জানিয়েছে, উদ্ধারের পর শিশুটিকে মায়ের বুকে ফিরিয়ে দেয়া হয়েছে। আর ওই দুই ব্যক্তিকে আটক করে এ ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মানবজমিন ডেস্ক:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন