
অস্ট্রেলিয়ান লিজেন্ডারি সাবেকদের সম্মানে টেনিস কোর্টের এমন নামকরণের তৃতীয় ঘটনা এটি। আর এই মার্গারেট অ্যারেনায় এবারের ওপেনের প্রথম ম্যাচে সমকামীদের অধিকার নিয়ে শোডাউনের কর্মসূচি রেখেছে এর উদ্যোক্তারা। আগামীকাল ৬০০০ আসন বিশিষ্ট এ কোর্টের গ্যালারিতে সমকামীদের প্রতীক সাত রঙের পতাকার (রেইনবো-ফ্ল্যাগ) ঢেউ তোলার কার্যক্রম রেখেছে এর ফেসবুক গ্রুপ। আর এমন আয়োজনে মিডিয়ার কাছে স্পষ্ট মনঃক্ষুণ্নতা প্রকাশ করেন মার্গারেট কোর্ট দুদিন আগে। বলেন, সমকামিতা বিষয়টি ঘরের দরজা টপকে উন্মুক্ত হয়ে পড়ছে দিনে দিনে। এখন আবার সমকামীদের মধ্যে বিয়ের দাবি করা হচ্ছে; যা ঠিক নয়।’ আর এতেই তোলপাড়। অস্ট্রেলিয়ান মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতি প্রভাবশালী সমকামী কেরিন ফেলপসের প্রতিবাদটা বেশ জোরালো। টেনিস অ্যারেনা থেকে মার্গারেটের নাম কেটে বাদ দেয়ার দাবি তুলেছেন ফেলপস। অপর সমকামী টেনিস লিজেন্ড মার্টিনা নাভ্রাতিলোভার সমালোচনাও চাঁছাছোলা। বলেন, ‘দুর্ভাগ্যবশত বাইবেলের দোহাই দিয়ে মার্গারেট না চাইলেও- আমি যতদূর জানি সমকামী বিয়েটা চাইছেন এমন লোকের সংখ্যা নেহায়েত কম নয়। তার এমন বিরুদ্ধ দৃষ্টিভঙ্গি হাজার হাজার শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে; যারা সমলিঙ্গের পরিবারে বেড়ে উঠছে।’ দাবি আদায়ে মার্গারেট অ্যারেনায় উদ্যোগকে উৎসাহিত করছেন অস্ট্রেলিয়ান সমকামী টেনিস খেলোয়াড় রেনে স্টাবস। সোমবারের গ্যালারিতে থাকছেন চারবারের গ্র্যান্ডস্লাম দ্বৈতের শিরোপা জয়ী স্টাব নিজেও। তবে মার্গারেটের বক্তব্যে দূরত্ব রেখেছে টেনিস অস্ট্রেলিয়া (টিএ)। ‘মার্গারেটের দৃষ্টিভঙ্গি তার নিজস্ব। তার এ মন্তব্যে টিএ’র সম্পর্ক নেই’- এক বিবৃতিতে গতকাল টিএ বলেছে এমন কথা। বলেছে, বিশ্ব সংস্থা (ডব্লিউটিএ)’র মতো টেনিস অস্ট্রেলিয়াও মানুষের সমঅধিকারে বিশ্বাসী। মানবাধিকার পেতে বাধা সৃষ্টি করে এমন মন্তব্যও সমর্থন করে না টিএ। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে ভিক্টরি লাইফ সেন্টার চার্চে যাজিকা (নান) হয়ে ধর্ম-কর্মে কাটছে কোর্টের এখনকার সময়। বার্তা সংস্থা রয়টারের সঙ্গে মার্গারেট বলেন, সমকামীদের মধ্যে বিয়ে ‘অস্বাভাবিক’ ও ‘অস্বাস্থ্যকর’। ঈশ্বর মানুষের আলাদা চরিত্র দিয়েছেন। দিয়েছেন আলাদা জৈবিক আচার-ব্যবস্থা। ঠিক-বেঠিক বুঝতে পারার জ্ঞানও ঈশ্বরপ্রদত্ত।’ তবে সমকামী-বিয়ের বিরুদ্ধে থাকলেও সমকামী আচারে সমস্যা দেখেন না ৬৯ বছরের মার্গারেট কোর্ট। বলেন, সমকামীদের আমি অপছন্দ করি না। এর বিরোধীও নই আমি। তবে সমকামী-বিয়ে মানা যায় না। আমি বিশ্বাস করি বিয়েটা পুরুষ-নারীর পারস্পরিক বিষয়। চেকস্লোভাকিয়া ও যুক্তরাষ্ট্রের দুই নারী টেনিস লিজেন্ড মার্টিনা নাভ্রাতিলোভা ও বিলি জিন কিং সমকামী ইস্যুতে মিডিয়ার খবর হয়েছেন তাও অনেকদিন।mzamin
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন