
যুক্তরাষ্ট্রের এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে তার ছাত্রকে ভোদকা পান করিয়ে একজনের সামনে আরেকজনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ গঠন করা হয়েছে। উত্তর ডাকোটার হেবরন হাইস্কুলের ইংরেজি শিক্ষিকা জেনিফার স্কলেজ (২৫) গত নভেম্বরে তার স্কুলের দুই ছাত্রের সঙ্গে এমন অবাক কাণ্ড ঘটিয়েছেন। অভিযোগপত্রে জানা যায়, ওই শিক্ষিকা ১৬ থেকে ১৮ বছরের চার ছাত্রকে তার বাড়িতে নিয়ে যান। তিনি তাদের সঙ্গে ভোদকা পান করলে তাদের দু’জন তার বেডরুমে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে জেনিফার অপর দু’জনকে বিছানায় নিয়ে যান এবং তাদের দু’জনের মাঝখানে শুয়ে অনৈতিক কাজ শুরু করেন। অপরজনকে আহ্বান করলে সে তা প্রত্যাখ্যান করে। আর এসব ওই দুই ছাত্রের ইচ্ছার বিরুদ্ধেই তিনি করেছেন বলে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ রয়েছে। জেনিফার ওই চার ছাত্রকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তাদেরকে কেউ দেখে ফেললে তারা কুকুরের পরিচর্চা করতে ওই শিক্ষিকার বাড়িতে গিয়েছিল বলে উত্তর দিতে শিখিয়ে দেন। এই ঘটনাটি শোনার পর স্কুল কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করলে তিনি ইস্তফা দিয়ে মিনেসোটায় চলে যান। সেখানে তার বিরুদ্ধে তদন্ত হলে প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মানবজমিন ডেস্ক:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন