যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের পার্লামেন্টে সমকামী বিয়ের বৈধতা দেয়ার বিষয়ে একটি প্রস্তাব পাস করা হয়েছে। প্রস্তাবটি এখন মার্কিন প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। সেখানে প্রস্তাবটি গৃহীত হলে ওয়াশিংটন সপ্তম অঙ্গরাজ্য হিসেবে সমকামী দম্পতিদের বিয়ে আয়োজনের ক্ষেত্রে বৈধতা অর্জন করবে। এর ফলে একই লিঙ্গের অধিকারীরা বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পাবেন। ওয়াশিংটনের গভর্নর ক্রিস গ্রেগয়রি এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং এ প্রস্তাবের পক্ষে স্বাক্ষরের কথা জানিয়েছেন তিনি। তবে বিরোধী দল বলেছে, এ ইস্যুতে তারা মতামত যাচাইয়ে একটি গণভোটের আয়োজন করবে। অনলাইন টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রায় দেড় ঘণ্টাব্যাপী এক বিতর্কের পর পার্লামেন্টে ২৮-২১ ভোটের ব্যবধানে প্রস্তাবটি পাস হয়। এ সময় সেখানে উপস্থিত জনতা উল্লাসে ফেটে পড়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন