সোমবার, ১২ মার্চ, ২০১২

আবার গর্ভবতী জোলি

দত্তক নেয়া চার সন্তানসহ মোট ছয় সন্তানের মা এবং অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি আবারো গর্ভবতী, এমন গুজব শোনা যাচ্ছে। এদিকে এ অভিনেত্রী জোলির দীর্ঘদিনের সঙ্গী অভিনেতা ব্র্যাড পিট তাকে স্বাস্থ্যের প্রতি যত্নবান হবার পরামর্শ দিয়েছেন। তিনি তার সঙ্গীর স্বাস্থ্য নিয়ে এতোটাই চিন্তিত যে, তাকে ‘খাওয়া শুরু করার আল্টিমেটাম’ দিয়েছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

স্টাফ ডট কো সূত্রে জানা গেছে, অনাগত সন্তানের বাবা ব্র্যাড তার হালকা-পাতলা গড়নের ভালোবাসার মানুষটির স্বাস্থ্য নিয়ে চিন্তিত।

ব্র্যাডের উদ্ধৃতি দিয়ে এ বিষয়ে সূত্র আরো জানিয়েছে, ‘সত্যিকার অর্থে আনন্দের হলেও যমজ সন্তানের পুষ্টি এবং স্বাস্থ্যের কথা ভেবে জোলিকে ঠিকমতো খাওয়া শুরুর আল্টিমেটাম দিয়েছেন ব্র্যাড। কারণ, তিনি মনে করেন জোলির ওজন বাড়ানো উচিত।’

এদিকে এ অভিনেত্রী ২০০৮ সালে যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে শারীরিক গড়ন নিয়ে বিরক্ত ছিলেন। তাই হালকা গড়নের ৩৬ বছর বয়সী জোলি এখন কি করেন সেটাই দেখার বিষয়।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons