সন্তান জন্মদানের পর স্বাভাবিকভাবেই মুটিয়ে গিয়েছিলেন পপ তারকা বিয়োন্সি নোলস। এবার আটলান্টা সিটিতে নিজের চারটি কনসার্টে পারফর্ম করার জন্য ৬০ পাউন্ড মেদ ঝরিয়ে আবারো ফিট ফিগারে ফিরে এলেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
৩০ বছর বয়সি বিয়োন্সি এ ব্যাপারে ইউএস ম্যাগাজিনকে জানিয়েছেন, ‘আপনারা ধারণাই করতে পারবেন না, এজন্য আমাকে কতো কষ্ট করতে হয়েছে। আমি ট্রেডমিলে দৌড়েছি এবং লেটুস খেয়েছি। এতেকিছু করার পর আমার ৬০ পাউন্ড ওজন কমেছে।’
ওজন কমানোর খুশিতে এবার প্রাণভরে চকোলেট খাবেন বিয়োন্সি। এ ব্যাপারে সদ্য মা হওয়া এই তারকা বলেছেন, ‘৬০ পাউন্ড কমিয়েছি, এখন আমি মনের সুখে চকোলেট খাব!’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
৩০ বছর বয়সি বিয়োন্সি এ ব্যাপারে ইউএস ম্যাগাজিনকে জানিয়েছেন, ‘আপনারা ধারণাই করতে পারবেন না, এজন্য আমাকে কতো কষ্ট করতে হয়েছে। আমি ট্রেডমিলে দৌড়েছি এবং লেটুস খেয়েছি। এতেকিছু করার পর আমার ৬০ পাউন্ড ওজন কমেছে।’
ওজন কমানোর খুশিতে এবার প্রাণভরে চকোলেট খাবেন বিয়োন্সি। এ ব্যাপারে সদ্য মা হওয়া এই তারকা বলেছেন, ‘৬০ পাউন্ড কমিয়েছি, এখন আমি মনের সুখে চকোলেট খাব!’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন