শনিবার, ১১ জুন, ২০১১

জরিপে তথ্য, ছয় জনে একজন শিক্ষার্থী ধর্ষণের শিকার


অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতি ৬ জনের মধ্যে ১ জন মেয়ে শিক্ষার্থী ধর্ষণের শিকার হচ্ছেন। বহু শিক্ষার্থী যৌন হয়রানি ও নির্যাতনেরও শিকার হচ্ছেন বলে গতকাল প্রকাশিত একটি জরিপের ফলাফলে দাবি করা হয়েছে। ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস পোল-এর আওতায় পরিচালিত এক জরিপের ফলাফলে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছেন এমন ১,৫০০ এরও বেশি মেয়ে শিক্ষার্থীর উপর অনলাইনে এ জরিপটি চালানো হয়। পর্যবেক্ষণে দেখা গেছে, উত্তরদাতাদের মধ্যে ১৭ শতাংশ শিক্ষার্থীই বলেছেন, তারা ধর্ষণের শিকার হয়েছেন।

শিক্ষার্থীদের মধ্যে শতকরা ১২ জনই দাবি করেছেন, তাদেরকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। তবে শুধু বিশ্ববিদ্যালয় এলাকায় থাকার সময় তারা যে যৌন হামলার শিকার হয়েছেন, তা নয়। ওদিকে ন্যাশনাল ইউনিয়নের নারী কর্মকর্তা কোর্টনি স্লোয়েইন বলেছেন, অনলাইনে পরিচালিত ওই জরিপটিই প্রমাণ করে, নারীদের বিরুদ্ধে সহিংসতার হার আশাতীতভাবে বেশি। ওই ফলাফলে বলা হয়েছে, ৬৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা কোন না কোনভাবে অনিচ্ছাকৃত যৌন সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। ৩১ শতাংশ বলেছে, প্রতিহত করা সম্ভব নয় এমন পরিস্থিতিতে তারা সেক্স করতে বাধ্য হয়েছেন। সেপ্টেম্বর ২০১০ থেকে মার্চ ২০১১ পর্যন্ত পরিচালিত জরিপে অংশগ্রহণকারী ১৭ শতাংশ বলেছেন, আকস্মিকভাবে তারা এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। বেশির ভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা পরিচিত ব্যক্তি বা বন্ধুর মাধ্যমে এ ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে জরিপের ফলাফলে উল্লেখ করা হয়েছে।
মানবজমিন

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons