শনিবার, ১১ জুন, ২০১১

মার্কিনীরা সবচেয়ে কৌতুকপ্রিয়

মার্কিনীরা সবচেয়ে কৌতুকপ্রিয় এবং জার্মানরা সবচেয়ে কম কৌতুকপ্রিয় জাতি। বিশ্বের ১৫টি দেশে ৩০ হাজার মানুষ নিয়ে করা একটি জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে। ইন্টারনেটে সামাজিক ও ডেটিং ওয়েবসাইট ব্যাডু ডট কম সমীৰাটি পরিচালনা করেছে। এতে লৰ্য করা গেছে, ইউরোপীয়দের মধ্যে সবচেয়ে কৌতুকপ্রিয় হচ্ছে স্প্যানিশরা। তারপরে রয়েছে ইতালীয়রা এর পরের অবস্থানটি হলো ফরাসীদের। সপ্তম স্থানে আছে ব্রিটিশরা। সর্বনিম্ন আছে জার্মানরা। ব্রিটিশরা নিজেদের যতটা কৌতুকপ্রিয় বলে মনে করে থাকে বাসত্মবে অবস্থা 
সেরকম নয়, জরিপ থেকে অনত্মত যা আভাস পাওয়া গেছে। তবে তালিকার শীর্ষ স্থানটি মার্কিনীরা অর্জন করেছে। মার্কিন টিভি চ্যানেলগুলো কৌতুক অনুষ্ঠানের ছড়াছড়ি লৰ্যণীয়। এটি তাদের সার্বিক কৌতুহপ্রিয়তারই পরিচায়ক। খবর ওয়েবসাইটের।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons