সোমবার, ২০ জুন, ২০১১

গাইবান্ধায় স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় আবদুস সাত্তার (৪৬) নামের এক ব্যক্তি স্ত্রীর লাথিতে মারা গেছন। গতকাল রোববার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রেশমা বেগম নামের ওই নারীকে গ্রেপ্তার করেছে।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাঁচ বছর আগে রেশমা বেগমের সঙ্গে আবদুস সাত্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে কলহ চলছিল। গতকাল বিকেল পাঁচটার দিকে দুজনের মধ্যে ঝগড়া বাধলে একপর্যায়ে স্ত্রী রেশমা সাত্তারের অণ্ডকোষে লাথি দেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, গ্রেপ্তারের পর রেশমা বেগম পুলিশের কাছে অপরাধ স্বীকার করেছেন। তাঁকে আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons