সোমবার, ২০ জুন, ২০১১

চুরির কাজেও ফেসবুক!

বর্তমানে সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক। নতুন নতুন বন্ধু তৈরি, পুরাতন বন্ধু বা আপনজনদের খুঁজে বের করাসহ প্রিয় উক্তি, ভিডিও, অডিও, ছবি ও অনুভূতি বিনিময়ের সবচেয়ে সহজ ও আকর্ষণীয় মাধ্যম এখন ফেসবুক। কিন্তু এ অতি প্রয়োজনীয় ও জনপ্রিয় মাধ্যমটি যে চুরির কাজেও ব্যবহƒত হতে পারে তা কী কেউ ধারণা করেছিলেন।
ধারণা না করলেও এমন ঘটনা ঘটেছে ব্রিটেনে। ব্রিটেনের পশ্চিম সাসেক্সের পুলিশ জানিয়েছে, ফেসবুক ব্যবহার করে এ এলাকায় গত চার মাসে কমপক্ষে ১২টি বাড়িতে চুরি হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে, চোরেরা ফেসবুকে প্রথমে বন্ধু বানিয়ে তাদের ছুটির দিনগুলোর ব্যাপারে তথ্য নেয়। ছুটির দিনে যখন পরিবারের সবাই বেড়াতে যায় সেই সুযোগে তাদের বাড়ি চুরি করে। এ ধরনের চুরি ঠেকাতে লোকজনকে ছুটির দিনগুলো এবং এদিনের পরিকল্পনা সম্পর্কে ফেসবুকে না লিখতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons