১০ লাখ টাকার আম নিয়ে উধাও হয়েছেন ট্রাকচালক। আম ব্যবসায়ী লিটন ও মামুন-আল হক জানান, গত বুধবার রাতে তাঁরা রাজশাহীর বাঘা থেকে ট্রাকে ৫৮৮ ঝুড়ি আম নিয়ে ঢাকার বাদামতলীর উদ্দেশে রওনা দেন। চালক ফারুকসহ ট্রাকে ছিলেন তিন ব্যবসায়ী। যানজটের কারণে তিন ব্যবসায়ী ঢাকার আমিনবাজারে নেমে অন্য যানবাহনে বাদামতলী যান। কিন্তু আমের ট্রাকটি সেখানে পৌঁছায়নি। লিটন শনিবার বাঘা থানায় জিডি করেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী




১২:১২ PM
Akashnill

Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন