বুধবার, ১৫ জুন, ২০১১

ইতিহাস গড়ছেন মা-মেয়ে

জরায়ু প্রতিস্থাপনের পরিকল্পনা
নিজের দেহ থেকে মেয়ের দেহে জরায়ু প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছেন ব্রিটেনের ইভা ওটোসন (৫৬)।
পরিকল্পনাধীন এ অস্ত্রোপচারটি সফল হলে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা পেতে পারেন ওটোসনের মেয়ে সারা (২৫)। আর তা সত্যি হলে যে জরায়ুতে সারার নিজের জন্ম হয়েছে, তা থেকেই আবার নিজের সন্তান জন্ম দিবেন তিনি।

সারা এমআরকেএইচ সিনড্রোম নামের একটি উপসর্গে ভুগছেন। জন্মগতভাবেই তাঁর দেহে গর্ভাশয় ও যোনিপথের কয়েকটি অংশ অনুপস্থিত। গড়ে পাঁচ হাজার মানুষের মধ্যে একজনের এ সমস্যা থাকে। এর কারণ বিশেষজ্ঞদের কাছে এখনো অজানা। কৈশোরে পেঁৗছার পর যখন সারার ঋতুস্রাব শুরু হচ্ছিল না, তখনই সমস্যাটি ধরা পড়ে। কিন্তু চিকিৎসা বিজ্ঞানীদের নতুন একটি গবেষণায় সারার দেহে জরায়ু প্রতিস্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। গবেষণায় অংশ নিতে রাজি হয়েছেন সারার মা ইভা। সুইডেনের গোথেনবার্গের একদল চিকিৎসক আগামী বসন্তে এ অস্ত্রোপচারের পরিকল্পনা করেছেন। প্রতিস্থাপনটি সফল হলে সারা হয়তো বাচ্চা জন্ম দিতে পারবেন।

ব্রিটেনের নটিংহ্যামে আলোকসজ্জার ব্যবসা রয়েছে ইভার। তিনি বলেন, ‘আমার মেয়ে এবং আমি দুজনই খুবই যুক্তিশীল। বিষয়টিকে বেশ ছোট করেই দেখছি আমরা। সারার একটি জরায়ু দরকার এবং এর জন্য আমিই সবচেয়ে ভালো দাতা। আমার চেয়ে তারই এটি বেশি দরকার।’ এদিকে, স্টকহোমে কর্মরত সারা বলেন, ‘আমি এ বিষয়ে আসলে ভাবিনি। আমি জীববিজ্ঞানের শিক্ষক এবং অন্য যেকোনো অঙ্গের মতোই দেখেছি বিষয়টিকে। মা আমাকে জরায়ু প্রতিস্থাপনের বিষয়ে বললেন। কিন্তু মায়ের বড় ধরনের অস্ত্রোপচার হচ্ছে বলেই আমি বেশি চিন্তিত।’
২০০০ সালেও একবার চিকিৎসকরা জরায়ু প্রতিস্থাপনের চেষ্টা করেছিলেন। সে সময় সৌদি আরবে ২৬ বছর বয়সী এক নারীর দেহে ৪৬ বছরের এক নারীর জরায়ু প্রতিস্থাপন করা হয়েছিল। কিন্তু প্রতিস্থাপনের পরপরই তাঁর দেহে সমস্যা দেখা দেয় এবং ৯৯ দিনের মাথায় চিকিৎসকরা সেটি অপসারণ করেন।
তবে গোথেনবার্গের চিকিৎসকরা দাবি করেছেন, জরায়ু প্রতিস্থাপনসংক্রান্ত গবেষণায় সফলতা অর্জনের মতো অগ্রগতি অর্জন করেছেন তাঁরা। এই দলের নেতা ডক্টর ম্যাটস ব্র্যানস্টর্ম বলেন, জরায়ু প্রতিস্থাপনের অস্ত্রোপচারটি অত্যন্ত জটিল হবে। ‘কিডনি, লিভার বা হার্ট প্রতিস্থাপনের চেয়েও কঠিন হবে বিষয়টি। অভ্যন্তরীণ রক্তপাত এড়ানো কঠিন হবে এবং জরায়ুর সঙ্গে জুড়ে দেওয়ার মতো ধমনী খুঁজে বের করতে হবে।’
সূত্র : টেলিগ্রাফ অনলাইন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons