ইসা ব্লিথ নামের এক বৃদ্ধা নিজেকে কুমারী দাবী করছেন। তার বয়স হয়েছে ১০৬ বছর, কিন্তু এখনো তিনি কুমারী বলে নিজেকে দাবী করেন এই ব্রিটিশ নারী। তিনি বলেন যে একা থাকাই তাকে দৃঢ় থাকতে সহায়তা করেছে। তিনি বলেন, রোমান্সের কোনো প্রয়োজন আমি বোধ করিনি এবং কোনো পুরুষের জন্য আমার সময় ছিল না। তিনি চার্চে যেতেন ও সমবেত সঙ্গীত করতেন। সব সময় তিনি এডিনবার্গেই বসবাস করতেন। ৩৫ বছর একজন হুইস্কি উৎপাদকের ব্যাক্তিগত সচিব হিসেবে কাজ করেছেন।




৫:১৭ PM
নামহীন

Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন