গায়ে ডোরাকাটা দাগ, প্রায় ৫০০ ধারালো কাঁটা। গায়ে হাত দিলেই যেন কাঁটা ফুটবে। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে গতকাল মঙ্গলবার এ মাছটি এক জেলের জালে ধরা পড়ে।
স্থানীয় জেলেরা এর আগে এমন মাছ দেখেননি বলে জানান। পরে বিরল প্রজাতির এ মাছটি জেলা মৎস্য অফিসে নিয়ে গেলেও এটি কী মাছ কেউ বলতে পারেননি। জালে ধরা পড়ার সাত ঘণ্টা পরও জীবিত ছিল মাছটি।




১০:১০ PM
মম

Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন