দেশে মিঠা পানির মাছের অন্যতম প্রজননক্ষেত্র হালদা নদীর কাগতিয়ার চর এলাকায় ২৫ কেজি ওজনের একটি মরা মা কাতল মাছ পাওয়া গেছে। মাছটি উপজেলা প্রশাসনের লোকজন নামমাত্র দামে ভাগ-বাটোয়ারা করে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালদা নদীর কাগতিয়ার চর কাটাখাল অংশে এলাকার কিছু মাছ চোর জাল বসিয়ে নিয়মিত মা মাছ শিকার করে। গতকাল সকাল সাতটার দিকে কয়েকজন লোক ওই এলাকায় বড় আকারের একটি মৃত কাতলা মা মাছ দেখে তা তীরে তুলে আনেন।
খবর পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মঞ্জুরুল কিবরিয়া ঘটনাস্থলে ছুটে যান। তিনি তাৎক্ষণিক মাপজোখ করে দেখেন, এটি তিন ফুট আট ইঞ্চি লম্বা। ওজন প্রায় ২৫ কেজি। বয়স আট বছর। মাছটি প্রায় পাঁচবার ডিম দিয়েছে।
পরে কিবরিয়ার উপস্থিতিতে এলাকাবাসী সকাল নয়টার দিকে মা মাছটি হাটহাজারী উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আবুল কালামের হাতে তুলে দেন।
অভিযোগ উঠেছে, মাছটির প্রকাশ্য নিলাম না দিয়ে তড়িঘড়ি কেটে কয়েকজন কর্মকর্তা ভাগ-বাটোয়ারা করে নিয়ে যান।
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ফরিদ আহমদ অভিযোগ অস্বীকার করে বলেন, মাছটি চার হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। মাছটি কে কিনেছেন—জানতে চাইলে তিনি বলেন, উপজেলা কম্পাউন্ডের একাধিক ব্যক্তি মাছটি কেটে ভাগ করে নিয়েছেন।




৬:৫২ PM
Akashnill

Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন