রবিবার, ১২ জুন, ২০১১

নগ্ন শরীরে অনুষ্ঠানে হাজির হলো নায়িকা

বেওয়াচ খ্যাত তারকা পামেলা অ্যান্ডারসন সম্প্রতি নগ্ন শরীরে এক জমকালো অনুষ্ঠানে হাজির হয়ে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। ‘প্লেবয়’ প্রতিষ্ঠাতা ও এর প্রধান সম্পাদক হিউ হেফনারের ৮২তম জন্মদিনে পামেলা বিবসনে হাজির হয়ে উপস্থিত অতিথিদের যেমন চমকে দিয়েছেন তেমনি তার ভক্তদেরও দীর্ঘদিনের প্রত্যাশা প–রণ করেছেন। কেননা দ্য আমেরিকান রিয়ালিটি শো ‘দ্য গার্লস নেক্সট ডোর’ সিরিজের জন্য পামেলার ওই নগ্ন দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে। অনুষ্ঠানে পামেলা কেক হাতে নগ্ন শরীরে সবার সামনে হাজির হন। এ দৃশ্য দেখে হেফনারের বান্ধবী কেন্দ্রা ডেইলকিনসন বলেন, হেফনারের জন্মদিনে এর চেয়ে উপযুক্ত পুরস্কার আর হতে পারে না।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons