ডাক্তার হতে হলে নামের পাশে কয়েকটা ডিগ্রি না হলে তো চলে না। তবে যদি কোনো হাসপাতালে দেখা যায় সাত বছরের ছেলে অপারেশন করছে, তাহলে তো চমকে যাওয়ারই কথা। ভারতের অক্রিত জসওয়াল সে রকমই একজন ডাক্তার। খুদে এ ডাক্তার সাত বছর বয়সেই সফল অপারেশন চালিয়েছে স্থানীয় হাসপাতালে। ভারতের হিমাচল প্রদেশের এই ছেলেটি কোনো মেডিক্যাল কলেজে না পড়েই এমন প্রতিভার অধিকারী হয়েছে। স্থানীয় একটি হাসপাতালের এক ডাক্তার তার অদম্য ইচ্ছাশক্তি দেখে ছোটখাটো (মাইনর) একটি অপারেশন করতে বলেন। দেখা গেছে, অক্রিত ওই অপারেশনটি খুবই সফলভাবে করে ফেলেছে। তার মা জানান, খুব ছোটকাল থেকেই তাঁর ছেলে অন্য ছেলেদের তুলনায় আলাদা। চিকিৎসাশাস্ত্র ও বিজ্ঞানের প্রতি তার অদম্য কৌতূহল। পাঁচ বছর বয়সেই সে শেকসপিয়ারের রচনাসামগ্রী পড়ে শেষ করে। ভারতের চণ্ডীগড়ের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সে ১১ বছর বয়সেই বিএসসি পড়ে। প্রথম টেস্টেই তার আইকিউ ওঠে ১৪৬ পয়েন্ট।
* সুশান্ত সরকার
* সুশান্ত সরকার




৪:৫৩ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন