সোমবার, ৪ জুলাই, ২০১১

'ভালোবাসার গাছ' লাগালেন উইলিয়াম-কেট

ভালোবাসার স্মৃতিকে বাচিঁয়ে রাখতে মানুষ কত কিছুই না করে। প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন তাদের ভালোবাসার স্মৃতিকে বাচিঁয়ে রাখার জন্য গাছ লাগিয়েছেন। বিয়ের দু’মাস পর সম্প্রতি কানাডা সফরে গিয়েছেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন। জানা গেছে, সফরের ৩য় দিনে সেখানে নিজেদের ভালোবাসার চিহ্ন হিসেবে একটি ইস্টার্ন হেমলক গাছ রোপন করেছেন এই জুটি। খবর পপইটার-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৯৮৩ সালের ২১ জুন প্রিন্স উইলিয়ামের প্রথম জন্মদিনে কানাডায় একটি পিন ওক গাছ রোপন করেছিলেন প্রিন্স চার্লস এবং প্রিন্স ডায়ানা। সম্প্রতি সেই গাছের ছায়াতেই ইস্টার্ন হেমলক গাছ লাগিয়েছেন ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ।

বেঁচে থাকলে স্থানীয় প্রজাতির এই গাছটি পরবর্তী ৮০০ বছর ধরে উইলিয়াম এবং কেটের ভালোবাসার স্মৃতিচিহ্ন বহন করবে।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচআর/জুলাই ০৩/১১

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons