সোমবার, ৪ জুলাই, ২০১১

ডিভোর্সের আবেদন শোয়ার্জেনেগারের স্ত্রী মারিয়ার

শেষ পর্যন্ত চূড়ান্ত বিচ্ছেদের পথেই হাঁটলেন আর্নল্ড শোয়ার্জেনেগারের স্ত্রী মারিয়া শ্রিভার। সম্প্রতি ডিভোর্সের আবেদন করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে শিগগিরই আর্নল্ডের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটবে তার। খবর টিএমজির।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ডিভোর্সের আবেদনে মারিয়া বলেছেন, ‘আর্নল্ড আর আমার ভেতর যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা কোনোভাবেই দূর করা সম্ভব নয়। এই দূরত্ব এতোটাই বেশি যে আমরা একে অপরের সঙ্গে আর খাপ খাওয়াতে পারবো না এবং আমাদের সন্ধি হওয়াও আর সম্ভব নয়।’

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, মারিয়া আর্নল্ডের কাছে তাদের সন্তান ১৭ বছর বয়সী প্যাট্রিক এবং ১৩ বছর বয়সী ক্রিস্টোফারের ভরণ-পোষণেরও দাবি করেছেন।

জানা গেছে, মারিয়ার আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন লারা ওয়াসের। এই মামলায় তিনি দুই পক্ষেরই অ্যাটর্নি ফিস ভরার অনুরোধ জানিয়েছেন আর্নল্ডকে।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে গোপন রাখার পর এ বছরের মে মাসে বিশ্ববাসীকে অবাক করে দিয়ে গৃহপরিচারিকা মিলড্রেড বায়েনার সঙ্গে নিজের ‘লাভ চাইল্ড’-এর কথা স্বীকার করে নেন আর্নল্ড। এরপর থেকেই আলাদাভাবে বসবাস করছেন আর্নল্ড এবং মারিয়া।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচআর/জুলাই ০৩/১১

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons