মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের টুইটার অ্যাকাউন্টে হামলা চালিয়েছে হ্যাকাররা। শুধু তাই নয়, তারা সেখানে লিখেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নিহত হয়েছেন। তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রায় দুই ঘণ্টা এই বার্তা ফক্স নিউজ চ্যানেলের টুইটারে থাকে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এ ঘটনা ঘটে। টুইটার অ্যাকাউন্টে প্রথমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়। এরপর লেখা হয়, প্রেসিডেন্ট বারাক ওবামা এই মাত্র মারা গেছেন। আততায়ীর গুলিতে তিনি নিহত হয়েছেন। ঘটনা টের পেলে ফক্স নিউজ চ্যানেল দ্রুত তাদের অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়।
কে বা কারা এই অ্যাকাউন্ট হ্যাক করেছে, তা জানা যায়নি। এ ব্যাপারে ফক্স নিউজ কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। রক্ষণশীল অবস্থানের জন্য ফক্স নিউজ চ্যানেল অনেক মার্কিনির কাছে প্রিয় নয়। তাদেরই কেউ হ্যাক করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি দেখা চ্যানেলের মধ্যে ফক্স নিউজ সবার শীর্ষে। এরপর রয়েছে সিএনএন ও এমএসএনবিসি। হ্যাকার গ্রুপ লুলজসিকিউরিটি গত মে মাসে ফক্স এন্টারটেইনমেন্ট গ্রুপের ওয়েবসাইট ফক্স ডটকমে হামলা চালায়।
একটা গল্প
Read more: http://techtunes.com.bd/news/tune-id/78478/#ixzz1RJNVlMWH




২:২৩ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন