চ্যানেল আই’এর বিভিন্ন রিয়েলিটি শো’র সেরাদের নিয়ে অনুষ্ঠিত রিয়েলিটি শো ‘সেরাদের মহাযুদ্ধ’র বিজয়ী নির্বাচিত হয়েছেন চ্যানেল আই সেরাকণ্ঠে’র তৃষ্ণা তিথি খান। বিজয়ী হিসেবে তিনি পেয়েছেন নগদ পাঁচ লক্ষ টাকা। তার হাতে পুরস্কার তুলে দেন হোমষ্টোনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহানুল হক এবং প্রধান বিচারক আমজাদ হোসেন, রিজিয়া পারভিন ও মেহরীন।
এ প্রতিযোগিতায় দ্বিতীয় বিজয়ী হয়েছেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার স্বর্ণা। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ওয়ালটনের সৌজন্যে ৪২ ইঞ্চি এলসিডি টেলিভিশন। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী জুয়েল রানা পেয়েছেন ওয়ালটনের সৌজন্যে এলসিডি টেলিভিশন।
চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ৮ প্রতিযোগীর প্রত্যেকেই পেয়েছেন ৫ হাজার টাকার গিফ্ট ভাউচার, হোটেল প্রাসাদ প্যারাডাইস কক্সবাজারের সৌজন্যে একটি করে গিফ্ট ভাউচার এবং ফারহাস্ ক্রিয়েশন-এর সৌজন্যে গিফ্ট ভাউচার।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:৩৭ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন