সদ্য বিবাহিতা বৃটিশ সুপারমডেল কেট মস ও তার স্বামী জেমি হিঞ্চ সম্প্রতি ফ্রান্সের কর্সিকা দ্বীপে মধুচন্দ্রিমায় গিয়েছেন। জানা গেছে, সেখানে বিলাসবহুল একটি প্রমোদতরীতে বিবসনা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন ৩৭ বছর বয়সী এই মডেল। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রমোদতরীতে সূর্যস্নানের সময় ৪২ বছর বয়সী জেমিকে ঘনঘনই আলিঙ্গন করেছেন এবং চুমু খেয়েছেন কেট।
উল্লেখ্য, এ বছরের ১ জুলাই গাঁটছড়া বেঁধেছেন এই জুটি। কর্সিকাতে যাওয়ার পর এই প্রথম তাদের মধুচন্দ্রিমার ছবি প্রকাশিত হলো।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:৩৪ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন