শনিবার, ২৩ জুলাই, ২০১১

 স্কুলছাত্রীর আত্মহত্যা: প্ররোচনার অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তারকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগে ডিবি পুলিশ সেলিম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে সেলিমকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল রাতেই তাঁকে ঢাকা আনা হয়েছে। সুমাইয়া আত্মহত্যা করার পর থেকে সেলিম দিনাজপুরে লুকিয়ে ছিলেন।
মহানগর পুলিশের গণমাধ্যম ও সামাজিক সেবা শাখার অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, সেলিমের বিরুদ্ধে স্কুলে আসা-যাওয়ার পথে সুমাইয়াকে উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। বখাটেরা উত্ত্যক্ত করার কারণে গত মঙ্গলবার সুমাইয়া আত্মহত্যা করে। এরপর পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করলে সেলিম গা-ঢাকা দেন। তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার মতিঝিল এজিবি কলোনির বাসায় সুমাইয়া সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

 

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons