জর্দানের এক ব্যক্তি তার স্ত্রীর প্রেমিককে হত্যা করেছে। পরে তিনি ওই প্রেমিকের পুরম্নষাঙ্গ কেটে ব্যাগে করে পুলিশের কাছে জমা দিয়েছেন। একজন জুডিশিয়াল কর্মকর্তা সোমবার এ কথা জানান। ৩৫ বছর বয়সী ওই ব্যক্তি আম্মান শহরতলীর একটি হোটেল রুমে শনিবার এ হত্যাকা- ঘটিয়েছেন। তিনি নিজে পুলিশের কাছে ধরা দিয়েছেন এবং দোষ স্বীকার করেছেন। স্ত্রী ও তার প্রেমিকের সঙ্গে এ বিষয়টি নিয়ে একটি মীমাংসায় যেতে চেয়েছিলেন বলেও তিনি দাবি করেন। অনৈতিক কাজ থেকে ফেরাতে ব্যর্থ হয়ে পরে তিনি ওই প্রেমিককে গলা কেটে হত্যা করেন।যৌন সম্পর্কের অভিযোগে এর আগে ২৭ বছর বয়সী মহিলা ও তার প্রেমিককে আটক রাখা হয়েছিল। কিন্তু সাধারণ ৰমায় সম্প্রতি তারা মুক্তি পান। ওই কর্মকর্তা আরও জানান, মুক্তি পেয়ে তারা আবারও বেপরোয়া যৌনাচারে লিপ্ত হলে বেচারা স্বামী তা সহ্য করতে পারেননি এবং তিনি হত্যার পরিকল্পনা অাঁটেন। -এএফপি।
জনকন্ঠ
জনকন্ঠ




১২:৪৮ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন