বউ-শাশুড়ির মধ্যে ঝগড়া নতুন কোন খবর নয়। তবে এ ঝগড়া বন্ধ করতে ঠোঁট সেলাই করে দেয়ার ঘটনা আগে কখনও শোনা যায়নি। তাইওয়ানের লিন নামের ৫৭ বছর বয়সী এক শাশুড়ি তার পুত্রবধূর প্রতি বিরক্ত হয়ে নিজেই এ কাজ করেছেন। জানা গেছে, বউয়ের যে কোন কাজেই লিন খুঁত ধরতেন এবং বকবক করতেন। আর বউও সর্বৰণ শাশুড়ির বকবকানির সমালোচনা করত।
গত সপ্তাহের এক সকালে দু’জনের মধ্যে শুরম্ন হয় তুমুল ঝগড়া। এক পর্যায়ে চেন নামের এ ভিয়েতনামী বধূ পুলিশের সহায়তা চান। তিনি পুলিশকে বলেন, শাশুড়ি লিন একজন মানসিক রোগী। তিনি চিকিৎসা করাতে চাইলেও লিন তা গ্রহণ করছেন না। পুলিশের উপস্থিতিতে শাশুড়ি একটি রম্নমে দরজা আটকে বসেছিলেন। তাদের ঝগড়ার ঠিক দুই ঘণ্টা পর চেন আবারও পুলিশ ডাকেন। এবার পুলিশ দেখেন যে চেনের মাথা ফেটে রক্ত পড়ছে। চেন বলেন, শাশুড়ি তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে বাড়ি থেকে বেরিয়ে গেছেন। পরে ওইদিন বিকেলে লিনকে নিকটবর্তী একটি পার্ক থেকে ঠোঁট সেলাই করা অবস্থায় উদ্ধার করা হয়। সেলাই খোলার জন্য তাকে পাঠানো হয় হাসপাতালে। লিন পুলিশকে বলেন, পুত্রবধূ তার কথার সমালোচনা করায় তিনি নিজেই সেলাই করে মুখ বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। _চায়না টাইমস।
জনকন্ঠ




১২:২০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন