শনিবার, ৩০ জুলাই, ২০১১

১ ডজন স্বামী চান কেটি প্রাইস!

এ পর্যন্ত দু’বার স্বামী বদল করেছেন বৃটিশ মডেল ও টিভি ব্যক্তিত্ব কেটি প্রাইস। তবে তিনি এখনই ক্ষান্ত হতে চান না। ভবিষ্যতে অন্তত আরো ১০জনকে বিয়ে করবেন বলেই সম্প্রতি ‘খায়েশ’ প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী এই তারকা। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে কেটি বলেছেন, ‘ভবিষ্যতে আমি আরো সন্তান নিতে চাই। কয়েক বছরের মধ্যে আরো কয়েকটি ঘোড়ার মালিকও হবো আমি। সম্ভবত আরো বেশ কয়েকজন স্বামীও আসবে আমার জীবনে। সবমিলিয়ে সেই সংখ্যা কমসে কম ১২ জন হবে বলেই আমার প্রত্যাশা।’

উল্লেখ্য, কেটির প্রথম বিয়ে হয়েছিলো বৃটিশ বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান গায়ক পিটার অ্যান্ড্রুর সঙ্গে। পিটারের সঙ্গে দুটি সন্তানও নিয়েছিলেন তিনি। সেই সন্তানদের মধ্যে জুনিয়র এবং প্রিন্সেস টিয়ামির বয়স এখন যথাক্রমে ৬ এবং ৪। পিটারের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর বৃটিশ অভিনেতা ও মার্শাল আর্টিস্ট অ্যালেক্স রেইডকে ২০১০ সালে বিয়ে করেন কেটি। কিন্তু বিয়ের এক বছরের মাথায়ই তিনি অ্যালেক্সকে ডিভোর্স দেন।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons