সম্প্রতি ফ্যাশন ম্যাগাজিন ‘ডব্লিউ’-এর প্রচ্ছদের জন্য বিবসনা হয়ে ছবি তুলেছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী ক্রিস্টিনা অ্যাগুইলেরা। খবর স্ক্রিন ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইদানিং ক্রিস্টিনার শরীরের ওজন কিছুটা বেড়েছে। কিন্তু ‘ডব্লিউ’ ম্যাগাজিনের জন্য তোলা ছবিতে তাকে অনেকটাই স্লিম দেখা গেছে। অবশ্য অনেকেই বলাবলি করছেন, কম্পিউটারের কারসাজিতেই এমনটা করা হয়েছে।
জানা গেছে, ম্যাগাজিনের প্রচ্ছদের ছবিতে দেখা গেছে, কয়েকটি লাল গোলাপ এবং এক টুকরো সাদা সিল্কের কাপড় দিয়ে বুকের অংশ ঢেকে রেখেছেন ৩০ বছর বয়সী এই তারকা। এ ছাড়া ডায়োর ব্র্যান্ডের সিল্ক শিফন পোশাক এবং চপার্ড ব্র্যান্ডের গয়না পরেও ছবি তুলেছেন তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচআর/জুন/২০/১১




২:২৫ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন