‘বেওয়াচ’ তারকা প্লেবয় মডেল পামেলা অ্যান্ডারসনের বিরুদ্ধে সম্প্রতি ২২.৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন তার সাবেক বয়ফ্রেন্ড লরেন্স হেলিয়ার। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।জানা গেছে, অ্যাপার্টমেন্ট ব্যবসায়ী লরেন্স অভিযোগ করেছেন, লাস ভেগাসে তার প্যানোরমা টাওয়ার্সের প্রচারণার কাজ করতে চাইলেও, শেষ পর্যন্ত সেটা আর করেননি পামেলা। ফলে অ্যাপার্টমেন্টটির কয়েকটি ইউনিট বিক্রি হয়নি। এ কারণেই পামেলার বিরুদ্ধে এই ক্ষতিপূরণ মামলা করেছেন তিনি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আগে পামেলা আদালতে অভিযোগ দায়ের করেছিলেন লরেন্সের বিরুদ্ধে। তিনি অভিযোগে বলেছিলেন, ‘প্যানোরমা টাওয়ার্সের প্রচারণার বিনিময়ে আমাকে ফ্ল্যাট দিতে চাইলেও, লরেন্স তার কথা রাখেননি। এ কারণেই আমি এই প্রজেক্টের হয়ে কোনো কাজ করিনি এবং এখন এই প্রজেক্টের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততাও নেই।’
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ফ্ল্যাট হস্তান্তর না করায় পামেলা ১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণও চেয়েছিলেন লরেন্সের কাছে। আর এই অভিযোগ দায়েরের কয়েকদিনের মাথায়ই পাল্টা মামলা করলেন লরেন্স।
উল্লেখ্য, বেশ কয়েকবারই সম্পর্ক ভাঙ্গা-গড়ার খেলায় মেতেছিলেন পামেলা এবং লরেন্স। গত বছর চূড়ান্তভাবে নিজেদের সম্পর্ক ভেঙ্গে দিয়েছেন এই জুটি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচআর/জুন ২৯/১১




২:২০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন