সম্প্রতি মায়ামি বিচে সমুদ্রের ঢেউয়ে আনন্দে মেতে উঠতে গিয়ে রীতিমতো এক বিব্রতকর পরিস্থিতির মুখেই পড়ে গিয়েছিলেন ‘মিন গার্লস’ তারকা লিন্ডসে লোহান। সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে বিকিনি খুলে গেলে তার উন্মুক্ত বুক নজর এড়ায়নি সেখানে উপস্থিত কারোরই। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ ঘটনায় যার পর নাই বিব্রত হয়েছেন ২৪ বছর বয়সী এই তারকা। ঘটনার সঙ্গে সঙ্গেই দুই হাত দিয়ে বুক ঢাকার প্রাণান্ত চেষ্টা করলেও, এই পোশাক বিভ্রাটের হাত থেকে খুব বেশি নিস্তার পাননি তিনি।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, বিব্রত হলেও, বিষয়টিকে সহজভাবেই নিয়েছেন-এটা প্রমাণ করার জন্য সাগরের জল থেকে উঠে আসার মূহূর্তে হাসতে থাকেন লিন্ডসে। তবে সেসময় তার মুখে লজ্জার ছাপ নজর এড়ায়নি কারোরই।
উল্লেখ্য, এর আগেও এ ধরনের বিব্রতকর অবস্থায় পড়েছিলেন লিন্ডসে। প্রকৃতি যেন তাকে বিব্রত করতে খুবই ভালোবাসে। কয়েকদিন আগেই তিনি একটি ম্যাগাজিনের ফটোশুটে অংশ নিয়েছিলেন। সেসময় তার খুবই সংক্ষিপ্ত লো-কাট গোলাপী সিল্কের পোশাকটি হঠাৎ করেই দুষ্টু বাতাস উড়িয়ে নিলে বিব্রতকর অবস্থায় পড়ে যান তিনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচআর/মে ২৬/১১




২:২৯ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন