লিন্ডসে লোহানের ভাবগতিক দেখে মনে হচ্ছে, নতুন মনের মানুষ খুঁজে পেতে রীতিমতো মরিয়াই হয়ে উঠেছেন তিনি। কিন্তু অস্থিরমতি এই হলিউডি তারকার যুৎসই মনের মানুষ খুঁজে পাওয়া কি আর চাট্টিখানি কথা! তাইতো অল্প সময়ের ব্যবধানে পরপর দুজন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আবার তা ভেঙ্গেও দিয়েছেন ২৫ বছর বয়সী এই অভিনেত্রী। খবর রটেছে, এবারে নাকি তার জীবনে তৃতীয় প্রেমিকের আবির্ভাব ঘটেছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, অস্ট্রেলিয়ান অভিনেতা ব্রেট টাকারের সঙ্গে লিন্ডসের অভিসারের গুঞ্জন ছড়িয়ে পড়েছে হলিউডের বাতাসে। আর এই গুঞ্জন ছড়িয়েছে সম্প্রতি মালিবুতে প্যারিস হিলটনের বিচ পার্টি শেষে ব্রেটের বাহুলগ্ন অবস্থায় লিন্ডসেকে আবিষ্কারের পর থেকেই।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, প্যারিসের দেওয়া পার্টিতে কালো রংয়ের সংক্ষিপ্ত শর্টস এবং আঁটসাঁট টপস পরে হাজির হয়েছিলেন লিন্ডসে। সেখানে বয়সে ১৪ বছরের বড় ব্রেটের সঙ্গে পার্টিতে মেতে উঠেছিলেন তিনি।
জানা গেছে, পার্টিশেষে একে অপরের হাত ধরাধরি করেই বের হয়েছেন তারা। সেসময় লিন্ডসেকে অত্যন্ত হাস্যোজ্জ্বল এবং কিছুটা লাজুক দেখাচ্ছিলো। কথিত প্রেমিক ব্রেটের সঙ্গে বাহুলগ্ন অবস্থায় ক্যামেরাবন্দীও হয়েছেন এই ‘মিনগার্লস’ তারকা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৪:৩৯ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন