বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

নতুন 'বন্ড গার্ল' লেভিয়েভা!

সম্প্রতি জানা গেছে, জেমস বন্ড সিরিজের পরবর্তী ছবিতে বন্ড গার্ল হিসেবে দেখা যাবে রাশিয়ান অভিনেত্রী মার্গারিতা লেভিয়েভাকে। সবকিছু ঠিক থাকলে বন্ড তারকা ড্যানিয়েল ক্রেইগের বিপরীতে অভিনয় করবেন তিনি। খবর কন্ট্যাক্টমিউজিক-এর। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্প্রেড’ ছবিতে অ্যাস্টন কুচারের বিপরীতে অভিনয় করেছিলেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী। এবারে জেমস বন্ড সিরিজের ২৩তম ছবিতে ক্রেইগের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে তাকে নেওয়ার পরিকল্পনা করেছেন ছবিটির প্রযোজকরা।

এ প্রসঙ্গে ছবি সংশ্লিষ্ট একজন বলেছেন, ‘বন্ড গার্ল হওয়ার জন্য সুন্দরী, আত্মবিশ্বাসী এবং রহস্যময়ী হতে হয়। এর সব গুণই রয়েছে মার্গারিতার ভেতর।

জানা গেছে, এ বছরের অক্টোবরে ছবিটির কাজ শুরু হবে। তার আগেই ছবিতে তার অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত করা হবে।’ 




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons