
ইউকেবেঙ্গলি, ৭ জুন ২০১১, মঙ্গলবারঃ বার্মিংহ্যাম ক্রাউন কৌর্টে নার্সারী ওয়ার্কার পল উইলসন (২০) দুই বা তিন বছরের একটি মেয়ে শিশুকে মৌখিক-ধর্ষণের ২টি অভিযোগ এবং ইন্টারনেটে অশালীন ছবি বিতরণ ও ২০-এরও অধিক কিশোরীকে যৌন ক্রিয়ায় প্ররোচিত করার ৪৫টি অভিযোগ স্বীকার করেছেন।
এ-বছরের জানুয়ারীতে চাইল্ড এ্যাবিউসের সন্দেহে উইলসনকে গ্রেফতার করার পর তার কর্মস্থল 'লিটল স্টার্স নার্সারী'তে পুলিসী তদন্ত শুরু হলে সমস্ত প্রমাণ বেরিয়ে আসে। নার্সারীটি সাময়িক কালের জন্য বন্ধ থাকার পর সম্প্রতি আবার খোলা হয়েছে।
তদন্তকারী ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিস জানায়, উইলসন ওয়েব ক্যামেরায় কিশোর ও তরুণ বয়েসী মেয়েদেরকে যৌন ভঙ্গিতে ছবি তুলতে উৎসাহিত করে এবং তা ইন্টারনেটে প্রকাশ করা হবে বলে ভয় দেখিয়ে তার নানা ইচ্ছা পূরণে বাধ্য করে।
ঘটনাটি কৌর্টে আসার পর উইলসনের শিকার একাধিক মেয়ে তার সম্পর্কে ঘৃণা এবং নিজেদের বোকামীর জন্য অনুতাপ প্রকাশ করে।
বার্মিংহ্যাম ক্রাউন কৌর্ট থেকে ইউলসনকে অনির্দিষ্ট কালের কারাদণ্ডের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আগামী মাসে তার রায়ের শুনানি হবে।
এ-ঘটনাটি নার্সারীতে পাঠানো শিশুদের ব্যাপারে এবং টীন-বয়সের ছেলে-মেয়েদের ইন্টারনেট ব্যাবহার করতে দেবার ক্ষেত্রে পিতা-মাতা বা তাদের অভিভাবকদের উচ্চ-মাত্রার সতর্ক হবার প্রয়োজনীয়তাকে গুরুত্বের সাথে নির্দেশ করছে।
portal.ukbengali




৭:২৮ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন