মঙ্গলবার, ৫ জুলাই, ২০১১

'টেস্টটিউব বেবি' নিচ্ছেন ঐশ্বরিয়া!


গুজব রটেছিলো, কখনও নাকি মা হতে পারবেন না বলিউডি অভিনেত্রী এবং বচ্চন পরিবারের ‘বহুরাণী’ ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে, সে গুজবের আগুনে জল ঢেলে অমিতাভ বচ্চন টুইটে জানিয়েছিলেন ঐশ্বরিয়ার মা হওয়ার খবর। এদিকে, ‘ভেজা ফ্রাই’খ্যাত অভিনেত্রী ভৈরবী গোস্বামী সম্প্রতি দাবি করেছেন, স্বাভাবিকভাবে নয়, ঐশ্বরিয়ার শিশুর জন্ম হচ্ছে টেস্টটিউবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।  

কৃত্রিম উপায়ে টেস্ট টিউবে যে শিশুর জন্মানোর প্রক্রিয়াটি সারা হয়, তাকেই বলা হয় টেস্ট টিউব বেবি। আর কৃত্রিমভাবে জন্ম দেয়ার এই পদ্ধতিকে বলা হয় ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ)। মায়ের শরীরের বাইরে প্রাণহীন টেস্ট টিউবে শিশুর জন্ম দেয়ার প্রক্রিয়ার কারণেই এই পদ্ধতিটির এমন নামকরণ।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভৈরবী গোস্বামী তার টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ঐশ্বরিয়া রাই বচ্চনের আইভিএফ পদ্ধতিতে ছেলে সন্তান নেবার খবরটি দিয়েছেন। এজন্য অ্যাশকে নাকি ব্যাংককের আইভিএফ ক্লিনিকেও যেতে হয়েছে। 

অবশ্য, বিষয়টির সত্যতা সম্পর্কে অমিতাভ বচ্চন বা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/টিকে/এইচআর/জুলাই ০২/১১

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons