সম্প্রতি বেভারলি হিলস-এ একটি পার্টিতে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়েন ‘বেওয়াচ’ তারকা পামেলা এন্ডারসন। সেসময় ক্যামেরার ফ্ল্যাশলাইটে দেখা যায়, তার পরনের স্বচ্ছ কালো পোশাকটির নীচে কোনো অন্তর্বাস পরেননি তিনি। ব্যাপারটিতে তিনি যথেষ্ট বিব্রতও হন। খবর ডেইলিমেইল-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৪৩ বছর বয়সী এই তারকা ২০ বছরেরও বেশি সময় ধরে মিডিয়া স্পটলাইটের নীচে রয়েছেন। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবারো ক্যামেরায় ধরা পড়লেন তিনি।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, পুরো পার্টিটি স্বাচ্ছন্দেই উপভোগ করেছেন পামেলা। বেশ কয়েকটি ছবির জন্য হাস্যোজ্জ্বলভাবে পোজও দিয়েছেন। কিন্তু কয়েকটি ছবি তোলার পরই তিনি নিজের ভুল বুঝতে পারেন।
জানা গেছে, অন্তর্বাস না পরার ভুলটি বুঝতে পেরেই পামেলা এক হাতে বুক ঢেকে দ্রুত নিজের গাড়িতে গিয়ে ওঠেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তানভীর/এইচআর/




২:৩৩ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন