প্রতি বছরের মতো এবারও সবচেয়ে সুন্দর পোশাকের ও সবচেয়ে বাজে পোশাকেধারী নারীদের তালিকা করা হয়েছে। আর এবার নিকৃষ্ট পোশাকের নারী নির্বাচিত হয়েছেন গ্ল্যামার মডেল ও রিয়েলিটি টিভি তারকা কেটি প্রাইস। খবর, টাইমস অফ ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, সিডনি মর্নিং হেরাল্ড প্রকাশিত তালিকায় কেটি প্রাইসের পরেই আছে আলোচিত গায়িকা লেডি গাগা। লেডি গাগা দ্বিতীয় স্থান দখল করেছেন তার মাংসের তৈরি জামা দিয়ে।
অন্যদিকে, সেরা পোশাকের নারীদের তালিকায় পিছিয়ে পড়েছেন পপ তারকা ভিক্টোরিয়া বেকহ্যাম। ৭ ধাপ পিছিয়ে তিনি এখন ১৫-তে। তবে সবচেয়ে বড়ো পতন ঘটেছে বিয়োন্সির। তিনি ৯ থেকে একলাফে চলে গেছেন ৩৬-এ।
এ ছাড়াও, সেরা পোশাকের তালিকায় এবার কিছু নতুন মুখেরও আবির্ভাব ঘটেছে। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন ‘প্রাইড এন্ড প্রেজুডিস’ তারকা ক্যারি মুলিগান, তার অবস্থান ২০। অন্যরা হলেন লায়নেল রিচির মেয়ে নিকোল রিচি (২৫), ‘ম্যাড মেন’ তারকা ক্রিস্টিনা হেনড্রিকস (৩৩) ও হলিউডি অভিনেত্রী কেলি ব্রæক (৪৬)।
বিডিনিউজটোয়েন্টিফোরডটক




৫:৫১ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন