শুক্রবার, ২৯ জুলাই, ২০১১

 বগুড়ায় ট্রাকের ধাক্কায় শ্যালক-দুলাভাই নিহত

বগুড়ায় আজ শুক্রবার সড়ক দুর্ঘটনায় শ্যালক ও দুলাভাই মারা গেছেন। সকাল আটটার দিকে বগুড়া সদর উপজেলার গোকুল বাসস্ট্যান্ডে বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—বগুড়া সদরের গোকুল দক্ষিণপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে এমদাদুল (৪০) এবং বালা কৈগাড়ি গ্রামের তোতা মিয়ার ছেলে আলম হোসেন (২৪)। এমদাদুলের শ্যালক আলম।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলম গতকাল সকালে তাঁর বোনের শ্বশুরবাড়িতে যান। আজ সকালে তাঁর দুলাভাই তাঁকে মোটরসাইকেলে করে বালা কৈগাড়ি গ্রামে নিয়ে যাচ্ছিলেন। পথে মহাসড়কের গোকুল বাসস্ট্যান্ডে রংপুরগামী একটি ট্রাক তাঁদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক ও ট্রাকের চালককে আটক করা যায়নি।প্রথম আলো

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons