নাফিজা জানান, গতকাল বৃহস্পতিবার তিনি উত্তরার হইচই শুটিং হাউসে মুহাম্মদ মোস্তফা কামালের পরিচালনায় ‘দেনমোহর’ নাটকের শুটিং করছিলেন। হঠাত্ পাশের একটি নির্মাণাধীন ভবন থেকে কয়েকজন বখাটে যুবক তাঁকে উদ্দেশ করে অশ্লীল মন্তব্য করেন। বিষয়টি পরিচালককে জানালে দ্রুত নিকটস্থ থানায় জানানো হয়। তাত্ক্ষণিকভাবে পুলিশ সেখান থেকে দুজন বখাটেকে গ্রেপ্তার করা হয়।
নাফিজা আরও বলেন, ‘যৌন হয়নারির বিরুদ্ধে সবাইকে সজাগ হতে হবে। এটি যদি না হয়, তা হলে আজ আমি যৌন হয়রানির শিকার হয়েছি আরেক দিন অন্যরা হবেন। এ ব্যাপারে সবাইকে আরও বেশি সজাগ হতে হবে।’
দেনমোহর নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন—মোশাররফ করিম, মিথিলা, হাসান মাসুদ, ডা. এজাজুল ইসলাম, মিশু সাব্বির, জয়রাজ, শামীমা নাজনীন, মাশিয়াত প্রমুখ।
দেনমোহর নাটকটি ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচারিত হবে।প্রথম আলো




৬:০২ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন