শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

বিয়ে করছেন পিট-জোলি!

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিলো, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন আলোচিত হলিউডি জুটি ব্র্যাড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। এবারে বিয়ের বিষয়টি প্রকাশ্যেই জানিয়েছেন তারা। খবর সান-এর। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে ১৩ জুলাই বুধবার রাতে যৌথ এক বিবৃতিতে এই জুটি বলেছেন, ‘আগামি কয়েক সপ্তাহের মধ্যেই গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছি আমরা। কাছের কয়েকজন বন্ধু-বান্ধবের উপস্থিতিতে ঘরোয়াভাবেই বিয়ের কাজটি সেরে ফেলবো।’  

উল্লেখ্য, এর আগে এই জুটি ঘোষণা দিয়েছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামী বিয়েকে বৈধতা না দেওয়া পর্যন্ত বিয়ের পিঁড়িতে বসবেন না তারা। অবশ্য কয়েকদিন আগে পিট বলেছিলেন, ‘সন্তানরা বারবার আমাদেরকে বিয়ে করার জন্য তাগিদ দিচ্ছে। তারা মনে-প্রাণে চাইছে, শিগগিরই আমরা যেন বিয়ে করে ফেলি। কাজেই বিষয়টিকে আমরা খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons