শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

ফরাসি নাইট সম্মাননা গ্রহণ স্থগিত করলেন ঐশ্বরিয়া

মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের সংবাদ শুনে দিল্লিতে ফরাসি এক সরকারি পুরস্কার গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। জানা গেছে, বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে ১৫ মিনিটের মধ্যে তিনটি বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

উল্লেখ্য, এদিন ফ্রান্স সরকারের পক্ষ থেকে দিল্লিস্থ ফরাসি দূতাবাসে 'নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স' পুরস্কার গ্রহণের জন্য শ্বশুর অমিতাভ বচ্চন, স্বামী অভিষেকসহ পরিবারের সদস্যদের সঙ্গে দিল্লিতে অবস্থান করছিলেন ঐশ্বরিয়া।

মুম্বাইয়ে বিস্ফোরণের খবরটি শোনার পর ঐশ্বরিয়া এনডিটিভিকে জানিয়েছেন, ‘এটি উৎসবের সময় নয়; অনুষ্ঠানটি স্থগিত করে অন্য কোনো এক সময়ে আয়োজনের জন্য ফরাসি রাষ্ট্রদূতকে অনুরোধ করাই উচিৎ হবে।"

বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করে ঐশ্বরিয়া আরো বলেন, "বিস্ফোরণের খবরে আমরা খুবই মর্মাহত, ক্ষতিগ্রস্তদের জন্য আমরা প্রার্থনা করছি। ভারতীয়দের শক্ত হয়ে দাঁড়ানো উচিত এবং সন্ত্রাসবাদের হোতাদের বলা উচিত- তোমরা আমাদের নাড়াতে পারবে না।

উল্লেখ্য, ঐশ্বরিয়ার মাতৃত্বের খবর জানাজানি হওয়ার পর এটি হতো তার দ্বিতীয়বারের মতো জনসমক্ষে আসা। তাই পুরস্কার অনুষ্ঠানে তার উপস্থিতি অনেকের কাছেই ছিলো আকাঙ্ক্ষিত

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons