মঙ্গলবার, ১২ জুলাই, ২০১১

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন শিক্ষক পরিমল

ছাত্রী ধর্ষণের অভিযোগ

ছাত্রী ধর্ষণের কথা স্বীকার করেছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধর। এ ঘটনায় তিনি গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
ছাত্রী ধর্ষণের মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পরিমল জয়ধরকে ৭ জুলাই গ্রেপ্তার করে। পরে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে রিমান্ডের সময় শেষ হওয়ার আগেই তিনি ঘটনা পুলিশের কাছে স্বীকার করেন। নিজেই আদালতে জবানবন্দি দিতে চাইলে গতকাল দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়।
আদালতের সূত্র জানায়, জবানবন্দিতে পরিমল বলেন, স্কুলের কাছে বাসা ভাড়া নিয়ে তিনি ছাত্রী পড়ানোর ব্যবস্থা করেছিলেন। গত মে মাস থেকে ধর্ষিত ছাত্রীটি তাঁর কাছে পড়তে শুরু করে। ২৮ মে মেয়েটি টি-শার্ট ও স্কার্ট পরে একা পড়তে আসে। তিনি মেয়েটিকে অপেক্ষা করতে বলে অন্য মেয়েদের চলে যেতে বলেন। এরপর মেয়েটিকে ধর্ষণ করেন। জবানবন্দিতে তিনি আরও বলেন, ওই ঘটনার পর ১৭ জুন মেয়েটি অন্য একজন শিক্ষকের কাছে পড়তে আসে। সেদিনও তাকে একা পেয়ে ধর্ষণ করেন তিনি।
বিচার দাবি: বরিশাল অফিস জানায়, ধর্ষক পরিমল জয়ধরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে বরিশালের চারুকলার ছাত্রছাত্রীরা। এ ব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।
গতকাল সোমবার বেলা ১১টায় চারুকলা বরিশালের পক্ষে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে ওই স্মারকলিপি দেওয়া হয়। স্মারক লিপিতে বলা হয়, পরিমল জয়ধরের মতো অনেক পরিমল বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছেন। যাঁরা অনেক শিক্ষার্থীর সম্ভ্রমহানি ঘটাচ্ছেন। কিন্তু সেসব অভিযোগ জনসম্মুখে প্রকাশিত হচ্ছে না। এঁদের খুঁজে বের করে শাস্তির দাবি করা হয়।
কর্মসূচি: পরিমলের বিচারের দাবিতে আজ মঙ্গলবার বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশের আয়োজন করেছে নিপীড়নবিরোধী ছাত্রছাত্রীরা। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল সাড়ে তিনটায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী মহিলা দল। বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। প্রগতিশীল শিক্ষক ফোরামও এ সময় মানববন্ধনের আয়োজন করেছে। বাংলাদেশ মহিলা পরিষদও বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons