সোমবার, ৪ জুলাই, ২০১১

টারান্টিনোর সেক্স স্ক্যান্ডাল!


সম্প্রতি ভারতীয় এক তরুণী যৌনঅভিযোগ করেছেন, ‘ইনগ্লোরিয়াস বাস্টার্ডস’খ্যাত অস্কারজয়ী হলিউডি চিত্রনির্মাতা কুয়েন্টিন টারান্টিনোর বিরুদ্ধে। জানা গেছে বিজলি নামের ঐ তরুণী জানিয়েছেন, ‘একটি পার্টি থেকে টারান্টিনো তাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন এবং তারা সেখানে রাত্রিযাপনও করেছেন। খবর স্ক্রিন ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৪৮ বছর বয়সী চিত্রনির্মাতা টারান্টিনোর বিরুদ্ধে অদ্ভুত যৌন আচরণের অভিযোগও এনেছেন ২৩ বছর বয়সী বিজলি শাহ। প্রমাণ হিসেবে সেই রাতে টারান্টিনোর সঙ্গে নিজের কয়েকটি ছবিও প্রকাশ করেছেন ঐ তরুণী।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে একটি ই-মেইলে বিজলি লিখেছেন, ‘হলিউড হিলের একটি পার্টিতে টারান্টিনোর সঙ্গে আমার সাক্ষাৎ। সে পার্টিতে আমাকে চুমুও খেয়েছেন তিনি। পার্টি শেষে তিনি আমাকে বলেন, আমার বাড়িতে যেতে চাও? আমি কিছু না ভেবেই রাজী হয়েছিলাম এবং তার বাড়িতে গিয়েছিলাম।’

বিজলি আরো লিখেছেন, ‘এরপর তিনি আমাকে বিছানায় নিয়ে গেলেন এবং কোনো রকম সংকোচ ছাড়াই অদ্ভুত এক প্রশ্ন করে বসলেন। তিনি বললেন, আমি কি তোমার পায়ের আঙুল চেখে দেখতে পারি? এমন অদ্ভুত প্রশ্ন আমার জীবনে সেই প্রথম শুনলাম আমি।

বিজলির ভাষ্যে, ‘ঘটনার আকস্মিকতায় আমি আতঙ্কিত হলেও, চুপ করে রইলাম। এরপরই আমার জীবনের সবচেয়ে অদ্ভুত দশ মিনিট পার করলাম আমি। একজন অস্কারজয়ী চিত্রনির্মাতা দশ মিনিট ধরে আমার পা চাখলেন এবং নিজেকে পরিতৃপ্ত করলেন। সত্যি বলতে কি, ব্যাপারটা মন্দ লাগেনি আমার।’

এদিকে জানা গেছে, সেই রাতে টারান্টিনোর বাড়ির ভেতরের একটি ফটোবুথে বেশ কয়েকটি ছবিও তুলেছেন এই দুজন। টারান্টিনোর বিরুদ্ধে নিজের অভিযোগের প্রমাণ হিসেবে ই-মেইলের সঙ্গে সেই ছবিগুলোও জুড়ে দিয়েছেন বিজলি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচআর/জুলাই ০২/১১

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons