মঙ্গলবার, ৫ জুলাই, ২০১১

 নিষিদ্ধ ওষুধসহ পাকিস্তানি নাগরিক গ্রেপ্তার, ‘ভুয়া চিকিৎসক’ আটক

আমদানি-নিষিদ্ধ ওষুধসহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রোববার ভোরে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। তাঁর নাম মুহাম্মদ শাহাবুদ্দীন (৪৩)। তাঁর ৯০ কেজি ওজনের চারটি বড় লাগেজ থেকে ওই ওষুধগুলো উদ্ধার করা হয়। এদিকে ঢাকা মেডিকেল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে।
আর্মড পুলিশের সহকারী পুলিশ সুপার আতিকুর রহমান বলেন, গতকাল ভোরে বিমানবন্দরের ১ নম্বর আগমনী টার্মিনাল থেকে শাহাবুদ্দীনকে গ্রেপ্তার করা হয়। তিনি পাকিস্তানের নাগরিক হলেও চট্টগ্রামের ফটিকছড়িতে তাঁর পৈতৃক বাড়ি রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাকিস্তানের করাচি থেকে কাতারের দোহা হয়ে ভোর সাড়ে পাঁচটায় তিনি ঢাকায় নামেন। আটক করার সময় প্রথমে তিনি আর্মড পুলিশের গোয়েন্দা সদস্যদের উৎকোচ দেওয়ার চেষ্টা করেন। পরে দৌড়ে পালানোর চেষ্টা করেন। ঢাকার মতিন মোল্লা নামের একজন তাঁর মাধ্যমে ওই মালামাল এনেছেন বলে জানান।
চিকিৎসক আটক: চিকিৎসকের বেশে রোগীদের খোঁজখবর নেওয়ার সময় মশিউর রহমান (২৪) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
যোগাযোগ করা হলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহিদুল হক মল্লিক জানান, গতকাল দুপুরের দিকে চিকিৎসকের বেশে ওই যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১২ নম্বর (নতুন) ওয়ার্ডে ঢোকেন। ওয়ার্ডে ঢোকামাত্রই তিনি ঘুরে ঘুরে রোগীদের খোঁজখবর নিচ্ছিলেন। এ সময় দায়িত্বরত চিকিৎসকেরা সম্পূর্ণ অচেনা ওই ‘চিকিৎসকের’ পরিচয় জানতে চান। ওই যুবক একেকবার একেক কথা বলায় চিকিৎসকদের সন্দেহ হয়। পরে তাঁরা ওই যুবকের কাছ থেকে পরিচয়পত্র নিয়ে দেখেন, সেটি ভুয়া। তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons