মঙ্গলবার, ১২ জুলাই, ২০১১

রাণী মুখার্জী নিখোঁজ!

অনেকেই চমকে উঠবেন শিরোনাম পড়ে! ব্যাপারটা কি! রাণী মুখার্জী আবার কোথায় হারালেন! মুখরোচক শিরোনাম হলেও বিটাউনে রাণীর এই দীর্ঘ অনুপস্থিতির বিষয়টি খানিকটা নিখোঁজ হওয়ার মতোই বটে। দীর্ঘদিন রাণী কোনো ফিল্মি খবরে নেই; নেই কোন ছবিতেও। আসলেই রাণী মুখার্জী গেলেন কোথায়! সম্প্রতি জানা গেছে, রাণী মুখার্জীর এই নিখোঁজ থাকার জন্য দায়ী ‘ফ্লু’! খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, যারা ভাবছেন একসময়ের ‘বলিউডের রাণী’ রাণী মুখার্জী গেলেন কোথায়! তাদের অবগতির জন্য খবর হচ্ছে- বেশ কিছুদিন ধরেই ফ্লু’র আক্রমণে রাণী একেবারে ধরাশায়ী হয়ে পড়েছিলেন। ফ্লু তাকে টেনে একদম বিছানাতেই নামিয়ে দিয়েছিল। তাই বিটাউনে রাণীর এই দীর্ঘ অনুপস্থিতি!

জানা গেছে, বিছানাতে শুয়ে-বসে আরোগ্যের চিন্তার পাশাপাশি রাণী অন্য ভাবনা-চিন্তাও বিস্তর করেছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সুস্থ হয়ে এই বলিউডি সেনসেশন এবারে পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করতে পারেন। রাণী ভক্তদের জন্য এটি একটি সুখবরই বটে। এখন রাণী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সবাই সে কামনাই করছেন।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons