রবিবার, ১৭ জুলাই, ২০১১

রুমানা আর দেখতে পাবেন না

রুমানা মনজুর আরা রুমানা মনজুর আরা
ঢাকা বিশ্ববিদ্যা-লয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক রুমানা মনজুর আর দেখতে পাবেন না। তাঁর চোখে চার দফা অস্ত্রোপচারের পর গতকাল শনিবার ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা এই কথা জানিয়ে দিয়েছেন।
চিকিৎসকদের উদ্ধৃত করে রুমানার আত্মীয় রাশেদ মাকসুদ প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রুমানার ক্ষতিগ্রস্ত চোখটিতে সবশেষ অস্ত্রোপচারটি করেন চিকিৎসকেরা। রুমানার চোখের বিভিন্ন স্তরে জখম ছিল। তাঁরা আশা করেছিলেন, অস্ত্রোপচার করলে রুমানা পরিষ্কার কিছু দেখতে না পেলেও আবছা কিছু দেখতে পাবেন। কিন্তু গতকাল শনিবার চিকিৎসকেরা জানিয়ে দিয়েছেন, যে নার্ভের মাধ্যমে মস্তিষ্কে আলো-আঁধারের বার্তা পৌঁছায়, সেটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। রুমানা আর দেখতে পাবেন না।
৪ জুলাই রুমানা মনজুর চোখের চিকিৎসায় কানাডায় যান। ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সহযোগী চিকিৎসাপ্রতিষ্ঠান ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালের চিকিৎসকদের একটি দল ওই দিনই তাঁর একটি চোখে অস্ত্রোপচার করে। এরপর আরও তিনটি অস্ত্রোপচার হয় রুমানার চোখে।
উল্লেখ্য, গত ৫ জুন স্বামী হাসান সাইদের আক্রমণে রুমানার দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভারতের খ্যাতনামা দুটি প্রতিষ্ঠান রুমানা মনজুর দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে জানান
প্রথম আলো

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons