সম্প্রতি মার্কিন মডেল ও অভিনেত্রী মেগান ফক্স জানিয়েছেন, স্বাস্থ্যকর খাবার খেতেই তিনি পছন্দ করেন। দিনে ৫ বার খাবার নিয়ে বসে পড়েন তিনি এবং তার প্রিয় খাবারের তালিকায় কাঁচা খাবারই বেশি থাকে। খবর ব্যাং শোবিজ-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, নিজের খাদ্যাভাস সম্পর্কে মেগান বলেছেন, ‘আমি ডায়েট করতে পছন্দ করি না। দিনে ৫ বার খেতে বসি, এরমধ্যে বেশিরভাগই থাকে কাঁচা খাবার। আলাদাভাবে ভিটামিন এবং মিনারেলযুক্ত পুষ্টিকর খাবারই আমার পছন্দ।’
নারী সৌন্দর্যের সংজ্ঞাও দিয়েছেন মেগান, তিনি বলেন, ‘নিজের সঙ্গে মানিয়ে নেয়া এবং নিজেকে মূল্য দিতে জানলে আপনা থেকেই সৌন্দর্য বিকশিত হয়। কি পোশাক পরা হলো বা দেখতে কেমন লাগছে- সৌন্দর্য মোটেই তার ওপর নির্ভর করে না। মনের সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য।’
মেগান আরো বলেছেন, ‘আমার মতে, নারীর সৌন্দর্য লুকিয়ে থাকে সাধারণ জীবনযাপন আর জীবনচর্চার মধ্যে, বিশেষ করে, মনের আচরণের মধ্যে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:৪৫ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন