কয়েকদিন আগে সঞ্জয় দত্তের বাড়িতে আয়োজিত পার্টিতে প্রযোজক বান্টি ওয়ালিয়াকে মারতে উদ্যত হয়েছিলেন সালমান খান। এটা পুরনো খবর। নতুন খবর হলো, ক্যাটরিনা কাইফের কারণেই নাকি এই বিবাদের সূত্রপাত! খবর টাইমস অফ ইন্ডিয়ার।সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঐ পার্টিতে মাতাল অবস্থায় বান্টিকে মারতে উদ্যত হয়েছিলেন সাল্লু। এর পেছনের কারণ সম্পর্কে জানা গেছে, কিছুদিন আগে ফরাসি ছবি ‘সোয়াইন্ডলারস’-এর স্বত্ত্ব কিনে নিয়ে এর হিন্দি রিমেক প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাট। এই ছবিটির মাধ্যমেই ছোট বোন ইসাবেলের বলিউডে অভিষেকের ইচ্ছা ছিলো তার। কিন্তু কাজের ব্যস্ততায় সেই স্বপ্ন আর পূরণ হয়নি তার।
এদিকে জানা গেছে, সম্প্রতি ‘সোয়াইন্ডলারস’ ছবির স্বত্ত্ব কিনে নিয়ে সেটার হিন্দি রিমেক তৈরির পরিকল্পনা করেছেন বান্টি। আর এই বিষয়টিই হজম করতে পারেননি সাল্লু। তিনি পার্টিতে বিষয়টি নিয়ে বান্টির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং এক পর্যায়ে তার গায়ে হাত তুলতেও উদ্যত হন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৫৫ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন